প্রাক্তন প্রেম ফিরে পাওয়ার সহজ উপায়
প্রকাশ: ২০১৫-১১-২৫ ১১:০০:২৭
ক) সবার প্রথমে ঠান্ডা মাথায় নিজেকে কয়েকটা প্রশ্ন করুন – কেন ফিরে আসতে চাইছেন? কী কারণ? সেই কারণটা যদি পরিষ্কার ভাবে জানা থাকে, তবেই সিদ্ধান্ত নিন এগোবেন, নাকি পিছিয়ে আসবেন। এ ব্যাপারে আমরা আপনাকে গাইড করতে পারি। প্রাক্তনীর কাছে ফিরে যাওয়ার ৪টে কারণ থাকতে পারে –
১. শারীরিক কারণ – প্রাক্তনীর সঙ্গে শারীরিক সম্পর্কটাকেই মিস করছেন কিনা ভালো করে ভেবে দেখুন। এ ব্যাপারে নিজের কাছে সৎ থাকার চেষ্টা করুন। উত্তর যদি হ্যাঁ হয়, একেবারেই এগোবেন না। শারীরিক সম্পর্কের উপর ভিত্তি করে সম্পর্কই টিকে থাকে না। থাকলেও সেটা ক্ষণস্থায়ী। সেই কারণে যদি আবার সম্পর্ক শুরুও হয়, জানবেন ফের ভাঙন ধরবে। শরীর সারাজীবন একরকম থাকবে না। এধরনের সম্পর্ক তৈরি হলে নিজের সঙ্গীকে বাদে অন্য ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি হওয়ার চান্সও ষোলোআনা।
২. আর্থিক কারণ – হতেই পারে সঙ্গীর উপর আপনি আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন। এখন সম্পর্ক নেই বলে আর্থিক অনটনে পড়েছেন। এটা কারণ হলে ফের সম্পর্ক না এগোনোই ভালো। নিজেকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন।
৩. সামাজিক কারণ – সকলে জানত আপনাদের সম্পর্কের কথা। এখন ভাঙনের পর সকলে হাহুতাশ করে। নানা প্রশ্নে জর্জরিত করে আপনাকে। এর হাত থেকে নিস্তার পেতে প্রাক্তনীর সঙ্গে ফের মিলনে যাবেন না। সামান্য মতোবিরোধে হলেই তাশের বাড়ির মতো ভেঙে যাবে সম্পর্ক। সেই ভাঙন কিন্তু আরও ভয়ানক হবে।
৪. মানসিক কারণ – এই একটি মাত্র কারণ থাকলেই ফিরে যেতে পারেন। এই কারণটাই জেনুইন। হতেই পারে আপনি প্রাক্তনীকে ভুলতেই পারছেন না, তাকে একবার না দেখে থাকতেই পারছেন না। এমনটা হলেই ফিরে আসা যায়। এটাই আসল ভালোবাসা। নিঃস্বার্থ। সত্যিকারের প্রেম।
খ) ফিরে আসার জন্য নিজের ইগো সরিয়ে প্রাক্তনীকে মেসেজে বা চিঠিতে লিখুন – আপনি সব ভুলে ফিরে আসতে চাইছেন। সেও যদি ফিরে আসতে রাজি থাকে মিটমাট করে নিন। কিন্তু সে ব্যাপারে প্রাক্তনীর উপর জোর খাটাবেন না। প্রাক্তনী যদি আপনার কাছে ফিরে আসতে না চায়, তাকে তার মতো ছেড়ে দিন। নিজেকে বোঝান বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার হয়তো আর ফিরে আসা সম্ভব নয়। এ নিয়ে আর কথা বাড়ানোও আপনার পক্ষে শোভনীয় হবে না।
গ) প্রাক্তনী ফিরে আসতে চাইলে নিজেদের মধ্যে আলোচনা করে নিন। যা যা ভুল করেছেন সেটা শুধরে নিন। অনেক ম্যাচিওর্ডভাবে এগোতে হবে। কেননা সম্পর্ক জিইয়ে রাখার এটাই শেষ সুযোগ। হেলায় নষ্ট হতে দেবেন না।