র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১২:৪০:১২
রাজধানীর মালিবাগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মাদক ব্যবসায়ী আহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে মালিবাগের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক ব্যবসায়ীর নাম ইকবাল আহমেদ (৪২)। তার বাড়ি নারায়ণগঞ্জের দেওভোগে। আহতরা হলেন-রাফিকা জেসমিন (২৯) ও মাসনুর হাসান (২২) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় শনিবার রাতে মাদক উদ্ধার অভিযানে যায় র্যাব। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক মাদক ব্যবসায়ী নিহত ও দুজন আহত হয়েছেন।
অভিযানের সময় র্যাবেরও ৩ সদস্য আহত হয়েছেন। এ সময় এক লাখেরও বেশি ইয়াবা, নগদ ২ লাখ টাকা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/এসএস