ভালো মানুষ হতে সফট স্কিলগুলো প্রয়োজন: শিক্ষামন্ত্রী

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১২ ১৬:৫৫:১৪


সকল বয়সের  শিশুদের পড়াশোনায় ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে শিশুদের শিক্ষা গ্রহণের পাশাপাশি সফট স্কিলগুলো অর্জন করা প্রয়োজন। কারণ শিক্ষার পাশাপাশি কর্মজগতে প্রয়োজন দক্ষতা।’

আজ রবিবার (১২ জানুযারি) দুপুরে গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে কল্লোল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বড়াইগ্রাম-গুরুদাসপুর উপজেলার ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘কোমলমতি শিশুদের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। কারণ সবার একই বিষয়ে সমান দক্ষতা থাকে না। তাই যার যে বিষয়ে দক্ষতা রয়েছে তাকে সে বিষয়ে আরও দক্ষ করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা করা উচিত।’

শিশুদের শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিকতা, মূল্যবোধ, পরমত সহিষ্ণুতা, বিতর্ক, সংস্কৃতিচর্চা ও খেলাধুলায় অংশ নিয়ে প্রকৃত মানুষ হলেই কেবল তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবে দাবি করে দীপু মনি বলেন, এক্ষেত্রে সাধারণ পাঠ্যবইয়ের পাশাপাশি অবসর সময়ে শিশুদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সমস্ত বই পড়তে হবে।’
গত এক বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক যুগোপযোগী করা হয়েছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর শিক্ষায় রূপ দিতে মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে। কোচিং বাণিজ্য আর গাইড, নোট বিক্রিতে জড়িতদের কোনোক্রমেই ছাড় দেওয়া হবে না।’ এক্ষেত্রে সব শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
কল্লোল ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ আব্দুল কুদ্দুস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দা রুবিনা হক এমপি,অতিরিক্ত সচিব সাইদুর রহমান, জেলা প্রশাসক শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।

সানবিডি/এনজে