এমপি-মন্ত্রীরা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না: মাহবুব তালুকদার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-১৩ ১৬:০০:৩৬


আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এমপি-মন্ত্রীরা ঘরে-বাইরে কোথাও নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এটি ২০১৬ সালের আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো চিঠিতে আজ (১৩ জানুয়ারি) তিনি বলেছেন, গত ৯ জানুয়ারি ইউওনোটের মাধ্যমে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তিনি আরও বলেছেন, “মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে আমার সেই উদ্বেগ বর্তমানে আরও ঘনীভূত হয়েছে। কারণ গত কয়েকদিনে বিধিমালা নিয়ে নানাপ্রকার বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে।”

তিনি বলেন,“আমি মনে করি, বিদ্যমান আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পর্কিত যে কোনো কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই,” উল্লেখ করে তিনি বলেছেন, “এই নির্বাচনী কার্যক্রম ঘরে বা বাইরে যে কোনো স্থানে হতে পারে। এ বিষয়ে আচরণ বিধিমালা, ২০১৬ -এর বিধান অত্যন্ত সুস্পষ্ট। সর্বাধিক দুঃখজনক বিষয় হচ্ছে, এই বিধিমালা যারা প্রণয়ন করেছেন, তারাই এখন এর বিরোধিতা করছেন।”

“আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে,” বলেও মন্তব্য করেছেন মাহবুব তালুকদার।

সানবিডি/এনজে