দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে এনসিসি ব্যাংক এর কম্বল বিতরণ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-১৪ ১৫:২৪:০৩
এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
ঢাকায় দারিদ্র পীড়িত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম। এ সময় ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, এসইভিপি এবং হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ.কাফী, ইভিপি ও কোম্পানী সচিব মনিরুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে, মধ্যরাতে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ রাজধানীর কমলাপুর, হাইকোর্ট, পলাশীর মোড় ও শান্তিনগরে ছিন্নমূল ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবং ব্যাংকের শাখাসমূহের মাধ্যমেও এনসিসি ব্যাংক সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ কম্বল বিতরণ করেছে।