বিমানবন্দরে ৫০ লাখ টাকার সোনাসহ একজন আটক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৪ ১৪:০৭:০১


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আটটি সোনার বারসহ শারজাহ ফেরত এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক মোহাম্মদ মোরশেদ চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা।

সোমবার রাত নয়টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে আসেন তিনি।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোরশেদের কাছে আটটি স্বর্ণের বার পাওয়া গেছে। যার ওজন ৯৩৩ গ্রাম। এছাড়া তিনি ১০০ গ্রাম স্বর্ণালংকারও নিয়ে আসেন।

“সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।” আটক মোরশেদকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস