ব্লক মার্কেটে লেনদেন ১২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৪ ১৭:২৮:৪৩


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১২টি কোম্পানির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৪০ লাখ ৭৮ হাজার ২০০টি শেয়ার ১৭ বার হাত বদলের মাধ্যমে ১২ কোটি ৪৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্যাংক এশিয়ার ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে উত্তরা ব্যাংকের ২ কোটি ৯৯ লাখ ২০ হাজার, রেনেটার ১ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির ৬ লাখ ৩২ হাজার টাকার, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ৬৭ লাখ ৭৩ হাজার টাকার, নাভানা সিএনজির ১৪ লাখ ৫৯ হাজার টাকার, অলেম্পিকের ৭৪ লাখ ৪৮ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ২৫ লাখ ৮২ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৮ লাখ ৫৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫৫ লাখ ১৩ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ৭৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস