নাটোরে পাঁচ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৫ ১৪:০৬:১৭
নাটোরের গুরুদাসপুরে অনিয়মের কারণে পাঁচ ইটভাটাকে এক লাখ করে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ দুপুরে ইউএনও মো. তোমাল হোসেন ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ওই জরিমানা আদায় করেন।
জরিমানা করা ইটভাটাগুলো হলো এসএআর ব্রিক, এএসবি ব্রিক, এমজেডএম ব্রিক, এইচআরবি ব্রিক ও এমজেডএম ব্রিক। এর আগেও অনিয়মের কারণে দুই ইটভাটাকে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
সানবিডি/এনজে