শ্যামলীতে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-১৬ ১২:৫৩:২১
রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। ডায়নামিক ফ্যাশন নামে একটি পোশাক কারখানা শ্রমিকদের বেতন-ভাতা না দেওয়ায় শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২০) সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করেন। এদিকে হঠাৎ করে বিক্ষোভ করায় সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ডায়নামিক ফ্যাশনের শ্রমিকেরা আজ সকালে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বকেয়া বেতন-ভাতার দাবিতে তারা বিক্ষোভ করছেন বলে জানিয়েছেন।
বিক্ষোভের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের অঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।
সানবিডি/ঢাকা/এসএস