সূচক ও লেনদেন বৃদ্ধিতে শেষ হলো সপ্তাহ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-১৬ ১৫:১৬:৩০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪১৪৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৪৯ লাখ ১৪ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৪২ কোটি ৮২ লাখ ৯৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৬৬ লাখ ১৬ হাজার টাকা।

অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৬৩ লাখ ৬১ হাজার টাকা।

সানবিডি/এসকেএস