নিজামীর আপিলের যুক্তিতর্ক আগামী ৩০ নভেম্বর শুরু

আপডেট: ২০১৫-১১-২৫ ১৬:১৭:৫৬


Nizami
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজমী। ফাইল ছবি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজমীর করা আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এরপর নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও ৮ ডিসেম্বর পাল্টা যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে, বুধবার শুনানির ৬ষ্ঠ দিনে আসামিপক্ষে ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন শেষ করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান।

প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে মোট ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন তিনি।