এসএসসি পরীক্ষার নতুন রুটিন দেখুন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-১৯ ১৮:০৭:৪৫
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর পর এর নতুন সূচি প্রকাশ করা হয়েছে।
রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি নতুন পরীক্ষা সূচি প্রকাশ করে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হবে। শেষ হবে ৫ মার্চ।
প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার আগে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ভোটের দিন পড়ায় বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়। নির্বাচনের কারণে পরীক্ষা শুরুর তারিখ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডের অধীনে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী অংশ নেবে।
সানবিডি/ঢাকা/এসএস