হালকা বৃষ্টিতে বাড়তে পারে শীতের তীব্রতা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২০ ০৯:৫৪:৪২


চলমান শীত মৌসুমে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরে বয়ে চলা ঠাণ্ডা হাওয়ার কারণে শীতও কিছুটা বাড়তে পারে। ফলে শীতের তীব্রতা কিছুটা বাড়বে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সে অনুযায়ী আজ  তাপমাত্রা কিছুটা কমেছে।আজ সোমবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কিছু অঞ্চলে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সানবিডি/এনজে