‘ভারত থেকে পেঁয়াজ আমদানির সুযোগ নেই’

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২০ ১৪:০৯:১৬


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত যে পেঁয়াজ আমদানি করেছে তা সরকারিভাবে নেয়ার সুযোগ নেই। তবে ব্যবাসায়ীরা চাইলে অকশনে নিতে পারবে। রোববার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতি বছর আট লাখ টন পেঁয়াজ আমাদের আমদানি করতে হয়। যার ৯০ ভাগ আসে ভারত থেকে। কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে, যাতে পেঁয়াজের আবাদ বাড়ে। আমাদের টার্গেট তিন বছরের মধ্যে নিজস্ব উৎপাদনে পেঁয়াজের চাহিদা মেটানো।’

অনুষ্ঠানে এ সময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস