স্পিনারদের দাপট তৃতীয় টেস্টেও

আপডেট: ২০১৫-১১-২৫ ১৯:৩৮:১৯


South African cricketers celebrate the fall of an Indian wicket on the first day of the third test match between the two countries in Mumbai, India, Wednesday, Nov. 25, 2015.(AP Photo/Rafiq Maqbool)

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ স্পিনারদের দাপটে তিনদিনে শেষ হয়েছিলো। ওই ম্যাচে বড় জয় পেয়েছিলো ভারত। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ হয়েছিলো ড্র। তারপরও প্রথমদিন স্পিনারদের দাপটে ২১৪ রানে অলাআউট হয়েছিলো দক্ষিণ আফ্রিকা।

বুধবার নাগপুরে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্ট। প্রথমদিন টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া স্পিনারদের দাপটে ২১৫ রানে অলআউট হয়ে গিয়েছে ভারত।

অপরদিকে, শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১১ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে দিন শেষে ২০৪ রানে এগিয়ে রয়েছে ভারত। প্রোটিয়াদের উইকেট দুটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন।

অন্যদিকে, ভারতীয় শিবিরও তছনছ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। দশটি উইকেটের ৬টি নিয়েছে স্পিনাররা। সাইমন হারমার ৪টি, ডেন এলগার ১টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নিয়েছেন।  আর পেসার মরনি মরকেল ৩টি ও কাগিসো রাবাদা ১টি করে উইকেট নিয়েছেন। এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

সানবিডি/ঢাকা/রাআ