দর বৃদ্ধির শীর্ষে জেমিনি সী ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২০ ১৫:৩৯:১৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৫৪৫ বারে ৪২ হাজার ৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৮ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩৯৯ বারে ৭৮ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪৮০ বারে ৯ লাখ ৯২ হাজার ৬৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হাইডেলবার্গ সিমেন্টের ৯ দশমিক ৮৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯ দশমিক ৩০ শতাংশ,  ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ৮ দশমিক ৬৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮ দশমিক ৫১ শতাংশ, এমজেএল বাংলাদেশের ৮ দশমিক ০৭ শতাংশ, এডিএন টেলিকমের ৭ দশমিক ৮৯ শতাংশ ও বঙ্গজের ৭ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে।

সানবিডি/এসকেএস