বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গা উদ্ধার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২১ ০৯:৩২:১৭


অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে  ২৩ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

পরে সেখান থেকে ১৮ নারী, এক শিশু ও তিন পুরুষকে উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের যার যার শিবিরে ফেরত পাঠানো হবে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান , এক শ্রেণির দালাল বঙ্গপোসাগরে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাদের নোয়াখালীয়াপাড়া এলাকায় এনে জড়ো করে। রাতে তাদের বড় ট্রলারে তুলে দেয়ার কথা ছিল।

সানবিডি/এনজে