অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সামনে আজ স্কটল্যান্ড
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২১ ১১:৪৩:৩৪
দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ যুবাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। পচেফস্ট্রমে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
যুব বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর জন্য ২২ ওভারে বাংলাদেশের যুব দলের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৩০ রান। বৃষ্টি নামার আগে ২৮.১ ওভার বোলিং করে মাত্র ১৩৭ রানেই জিম্বাবুয়ের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।
বোলিংয়ের মতো দুর্দান্ত প্রদর্শনী মেলে ব্যাটিংয়েও। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১১.২ ওভারেই (৬৮ বল) জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
এমন উড়ন্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচেও জুনিয়র টাইগারদের কাছে ভালো পারফরম্যান্স দেখার আশায় ক্রিকেট ভক্তরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ।
সমান ম্যাচে সমান পয়েন্ট পাকিস্তানেরও। তবে রান ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দুইয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে আজ জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ যুব দল।
সানবিডি/এনজে