বাংলাদেশি যুবককে হত্যা করলো বিএসএফ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২১ ১৪:১৭:৩৬
পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্তে বাংলাদেশি হাসান আলী (২৫) নামের যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে সীমান্তের ৭৫২ মেইন পিলার এলাকায় হাসানের গুলিবিদ্ধ লাশ দেখতে পান স্থানীয়রা। নিহত ব্যক্তির মরদেহ এখনও সীমান্ত এলাকায় পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুনুল হক বলেন, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে বিজিবির সদস্যরা যাচ্ছেন।
সানবিডি/এনজে