প্লাস্টিক বর্জনে নারাজ কোকা-কোলা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২২ ১৪:০১:০১


ওয়ান টাইম প্লাস্টিক বোতল তৈরি থেকে সরে আসছেনা বিশ্বের জনপ্রিয় কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি কোকা-কোলা। গ্রাহকদের চাহিদার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমনটি জানিয়েছে কোকা-কোলার কর্মকর্তা বিয়া পেরেজ।

বিয়া পেরেজ বলেন , গ্রাহকরা সেগুলো পছন্দ করে কারণ বোতলগুলো পুনঃব্যবহার করা যায় এবং হালকা ।

এদিকে পরিবেশবাদীরা কোকের প্লাস্টিক বর্জন না করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাদের মতে অনেক কোকের বোতলই রিসাইকেল হয়না। বিবিসির প্রতিবেদনে বলা হয়,গত বছর কোক প্রায় ৩০ লক্ষ টন প্লাস্টিক বোতলের বাজারজাত করে। ২০১৯ সালে করা এক জরিপ অনুযায়ী, প্লাস্টিক দ্বারা পরিবেশ দূষণকারী কোম্পানির মধ্যে প্রথমে রয়েছে কোকের নাম।

তবে কোক প্রতিশ্রুতি দিয়েছে ২০৩০ সাল পর্যন্ত যত প্লাস্টিকে বোতল ব্যবহার করা হবে সেগুলো রিসাইকেল করা হবে ।
সানবিডি/ঢাকা/এসএস

ওয়ান টাইম প্লাস্টিক বোতল তৈরি থেকে সরে আসছেনা বিশ্বের জনপ্রিয় কোমল পানীয় প্রস্তুতকারক কোম্পানি কোকা-কোলা। গ্রাহকদের চাহিদার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এমনটি জানিয়েছে কোকা-কোলার কর্মকর্তা বিয়া পেরেজ।

বিয়া পেরেজ বলেন , গ্রাহকরা সেগুলো পছন্দ করে কারণ বোতলগুলো পুনঃব্যবহার করা যায় এবং হালকা ।

এদিকে পরিবেশবাদীরা কোকের প্লাস্টিক বর্জন না করার সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তাদের মতে অনেক কোকের বোতলই রিসাইকেল হয়না। বিবিসির প্রতিবেদনে বলা হয়,গত বছর কোক প্রায় ৩০ লক্ষ টন প্লাস্টিক বোতলের বাজারজাত করে। ২০১৯ সালে করা এক জরিপ অনুযায়ী, প্লাস্টিক দ্বারা পরিবেশ দূষণকারী কোম্পানির মধ্যে প্রথমে রয়েছে কোকের নাম।

তবে কোক প্রতিশ্রুতি দিয়েছে ২০৩০ সাল পর্যন্ত যত প্লাস্টিকে বোতল ব্যবহার করা হবে সেগুলো রিসাইকেল করা হবে ।
সানবিডি/ঢাকা/এসএস