টাঙ্গাইলে সড়কে প্রাণ গেল দুজনের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২২ ১৬:৫৯:১৩
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষা মোড় ও ভূঞাপুর বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের শাহাদত হোসেনের ছেলে ইমন (২৮) এবং ময়মনসিংহের ভালুকা উপজেলার আসকা গ্রামের মৃত আবদুস ছালাম খানের ছেলে রেদানুল হক খান (৩২)।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় দুটি ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ট্রাকের হেলপার ইমন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ভূঞাপুর অংশে টোল প্লাজাসংলগ্ন এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেদানুল হক খান মারা যান।
সানবিডি/ঢাকা/এসএস