সানাউলকে ডিএসইর এমডি নিয়োগে বিএসইসির অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-২২ ১৮:৪৭:৪৩
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হককে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি নিয়োগের অনুমোদন দিয়েছে। বুধবার বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইবির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
এর আগে গত ৯ জানুয়ারি ডিএসইর পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সানাউল হককে এমডি হিসেবে নির্বাচন করা হয়। একইদিনে পর্ষদের নির্বাচনের বিষয়টি অনুমোদন চেয়ে কমিশনে চিঠি দেয় ডিএসই। এরইআলোকে কমিশন আজ সানাউলের নিয়োগের অনুমোদন দিল।
গত ৯ জানুয়ারি ডিএসইর পর্ষদ সভায় উপস্থিত ১০ জন পরিচালকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৬ জনের সম্মতিতে তাকে নিয়োগ দেওয়া হয়। যার নিয়োগে ৩ জন বা ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার পরিচালকসহ ৪ জন সম্মতি দেননি।
প্রসঙ্গত, এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি), কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
চাকরি জীবনে কাজী সানাউল হক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি আইসিবির পরিচালনা পর্ষদের সচিব এবং বাস্তবায়ন ও ঋণ আদায় ডিভিশনের উপ-মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া প্রতিষ্ঠানটির ইনভেস্টরস বিভাগ, ইকোনমিক ও রিসার্চ বিভাগ, কেন্দ্রীয় হিসাব বিভাগসহ স্থানীয় কার্যালয়, ঢাকা, রাজশাহী ও খুলনা শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।
কাজী সানাউল হক আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হিসেবেও কমর্রত ছিলেন। তিনি ১৯৮৪ সালে আইসিবিতে সিনিয়র অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন।
সানবিডি/এসকেএস