বিএসইসির ঋণ সিকিউটিরিজ আইনের অনুমোদন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০১-২২ ১৮:৫৬:৫০
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি ) ঋণ সিকিউটিরিজ আইনের খসড়া কতিপয় সংশোধন সাপেক্ষে অনুমোদন করেছে।
বুধবার বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
বিএসইবির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কমিশন Bangladesh Securities and Exchange Commission (debt Securities) Rules 2020 এর খসড়া কতিপয় সংশোধন সাপেক্ষে অনুমোদন করেছে, যাহা জনমত জরিপের জন্য শীঘ্রই দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সানবিডি/এসকেএস