এবার ৩ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২৩ ১৩:১৭:২৫
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) এবার নওগাঁ সীমান্তে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো।
বৃহস্পতিবার(২৩জানুয়ারী) ভোরে পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিতপুর সীমান্তে তিন ব্যবসায়ীকে গুলি করে বিএসএফ। এরমধ্যে গুলিবিদ্ধ একজনের লাশ বাংলাদেশ সীমান্তে ও অন্য দুজনের লাশ ভারতীয় সীমান্তে পড়ে রয়েছে।
এর আগে বুধবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।
সানবিডি/এনজে