ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইটি ফেয়ার ২৫-২৭ জানুয়ারি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৩ ১৪:১৭:২৬


প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আইটি খাতের বিকাশের লক্ষ্যে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২৫-২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় আইটি ফেয়ার।

চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনাল (এসসিআইটিপি) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ‘স্মার্ট সিটি চট্টগ্রাম’ শীর্ষক গোলটেবিল আলোচনা হবে। এতে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. আফছারুল আমীন, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ, নগর পরিকল্পনাবিদ, পেশাজীবী অংশ নেবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। ওয়ালটন মেলার সিলভার স্পন্সর হিসেবে অংশ নেবে মেলায়। টেকনোলজি পার্টনার আমরা নেটওয়ার্ক। তারা মেলা প্রাঙ্গণে ফ্রি ইন্টারনেট সেবা দেবে।

দ্বিতীয় দিন বিকেলে সাইবার সিকিউরিটিজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সমাপনী দিন বিকেলে গ্রামীণফোন আয়োজিত সেমিনার হবে।

মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামকে স্মার্ট সিটিতে কীভাবে রূপান্তর করা যায় সে ব্যাপারে কোয়ালিটি প্রোগ্রাম করতে চাই। কীভাবে সত্যিকার ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকার বৃহত্তর চট্টগ্রামে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। কর্ণফুলীর তলদেশে টানেল, মাতারবাড়ীতে এনার্জি হাব, মিরসরাইতে বঙ্গবন্ধু শিল্পনগর করছে। আউটার রিং রোড, বে টার্মিনাল করছে।

চট্টগ্রামকে টেক হাব করার লক্ষ্যে আমাদের এ মেলার আয়োজন। এখনো শিপিংসহ বিভিন্ন খাতের অটোমেশনে অনেক কাজ বাকি। এসব ঘাটতি পূরণে কাজ করতে চাই আমরা।

তিনি বলেন, বর্তমান বিশ্বে ইনফরমেশন হচ্ছে ব্যবসার ভিত্তি। বিশ্ববাণিজ্যের তথ্য বিশ্লেষণ, গবেষণা দরকার।

এক প্রশ্নের উত্তরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আধুনিক সুযোগ সুবিধাসহ গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন বলে জানান।

বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এসসিআইটিপি’র সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ, চেম্বার আবু তৈয়ব ও অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
সানবিডি/ঢাকা/এসএস