বিএসপিএ’র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৫ ১০:২৩:৪০


এ বছর দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) মূল্যায়নে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান। যদিও তিনি বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আছেন।

১৯৬২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হবার দুই বছর পর অর্থাৎ ১৯৬৪ সালের পর থেকে মর্যাদার এই পুরস্কার পেয়েছেন কয়েকশত ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মনোনীতদের হাতে ‘কুল বিএসপিএ পুরস্কার ২০১৯’ তুলে দেওয়া হয়। এ সময় সাকিবের হাতে ২০১৯ সালের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার তুলে দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং এআইপিএ এশিয়ার সভাপতি সাত্তাম আলসেহালি।

সানবিডি/এনজে