সবজি ব্যবসায় স্বাবলম্বি হলেন কৃষক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০১-২৫ ১১:৪০:১১


গ্রামের দরিদ্র কৃষক মুসা আলী।ছোট ছোট তিনটি ছেলে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার।সন্তানদের নিয়ে অতি কষ্টে একটি কুঁড়ে ঘরে দিনাতিপাত করতো সে।পরের জমিতে কাজ করে সে দৈনিক দুইশো টাকা হাজিরা পেত।যা দিয়ে কোনরকমে সংসার চালাতা সে।

তিনি সানবিডি প্রতিনিধিকে জানান, পর্যাপ্ত খাবার এবং নতুন পাশাকের জন্য তার সন্তানেরা সারাদিন কান্নাকাটি করতো।সন্তানদের কষ্ট তার আর সহ্য হয় না।সে ভাবতে লাগলো এভাবে তো আর দিন চলে না।যে করেই হোক সংসারের অভাব দুরীকরণের উপায় বের করতে হবে। অনেক ভেবে সে বের করলো কৃষকদের জমিতে গিয়ে তুলনামূলক কম দামে সবজি কিনে যদি বাজারে বিক্রি করা যায় তাহলে হয়তোবা ভালোই লাভ হবে।যেই ভাবা সেই কাজ।পরদিন কিছু টাকা জোগাড় করে সে মাঠে বেড়িয়ে পড়লো সবজির খোঁজে।মাঠঘুরে সে আলু,বেগুন,ফুলকপি,ধনিয়া ইত্যাদি সবজি ক্রয় করলো।তারপর সেগুলা বিকেলবেলায় বাজারে বিক্রি করা শুরু করলো।এতে সে ভালোই লাভবান হলো।এভাবে প্রতিদিন সে সবজি সংগ্রহ করে বাজারে বিক্রি করতে লাগলো।কিছুদিনের ভিতর তার সংসারের অভাব দূর হলো। সে আরো বেশী বেশী সবজি করে ক্রয় করে বাজার বিক্রি করা শুরু করে এতে তার ভালোই মুনাফা অর্জন হয়।এবার সে একটা জমি ক্রয় করে।পাঁচটি রুম দিয়ে এখন সেখানে সুন্দর একটা বাড়ি তৈরি করেছে।

তিনি জানান, তার ছেলেরাও তাকে ব্যবসার কাজে সহযোগীতা করে।তার সংসারে এখন কোন অভাব নেই।তার দুজন ছেলে স্কুলে ভর্তি হয়েছে।তাছাড়া অন্যের জমি চুক্তি নিয়ে সে চাষাবাদ করে।

সানবিডি/এনজে