হোসনি দালানে হামলা : অন্যতম আসামি আলবানী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশ: ২০১৫-১১-২৬ ১০:২০:৩৪


Gun.Cross.Sunbdবহুল আলোচিত হোসনি দালানে গভীর রাতে বোমা হামলা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি আলবানী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে দারুস সালাম থানাধীন দ্বিপনগর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

দারুস সালাম থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই মামলার অন্যতম আসামি ছিলেন আলবানী। বুধবার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডিবি পুরিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন আলবানী। পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, মহররমের রাতে পুরান ঢাকায় শিয়া ধর্মাবলম্বীদের প্রধান মসজিদ ও ইমামবাড়া হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গভীর রাতে বোমা হামলা হয়। এতে এক কিশোর নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। বাংলাদেশে শিয়াদের ওপর এটাই প্রথম হামলা।