আগুন নিয়ে খেলার করুণ পরিণতি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-০১-২৫ ১৭:০২:০৫
সীতাকুণ্ডুতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬ মাস বয়সী এক শিশুকন্যা। শনিবার বেলা ১১টায় উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তির বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সুপ্রভা বড়ুয়া। সে ঐ এলাকার ওমান প্রবাসী স্বপন বড়ুয়া ও সুমি বড়ুয়ার মেয়ে।
জানা যায়, সুমি-স্বপন দম্পত্তির তিন ছেলে ও এক মেয়ে।বড় ছেলেটির বয়স ৭, অন্য মেয়েদের বয়স যথাক্রমে ৫ ও ৩ বছর এবং ছোটটির বয়স ৬ মাস। শিশুটির মা পাহাড় থেকে নিচে নামার সময় ৬ মাস বয়সী মেয়েটি ঘুমিয়ে ছিল। অন্য ছেলেমেয়েরা চুলার আগুন নিয়ে খেলছিল। খেলতে খেলতে কোন এক সময় ঘরে আগুন লেগে যায়। এসময় বড় তিনজনই ঘর থেকে হতে পারলেও ছোট মেয়েটি ঘুমন্ত অবস্থায় জীবন্ত পুড়ে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জঙ্গলসলিমপুর (ছিন্নমূল) পুলিশ ক্যাম্প এর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
সানবিডি/ঢাকা/এসএস