আগুনে পুড়লো বস্তার গুদাম-দোকান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৬ ১২:২০:৪৫


গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক আগুনে পুড়েছে এক বস্তার গুদাম ও চায়ের দোকান। রোববার ভোররাতে ও সকালে ওই আগুনের ঘটনা দুটি ঘটে।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. নাহিদ মামুন ও স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার মাওনা প্রশিকামোড় এলাকার সানুর মালিকানাধীন এক বস্তার গুদামে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুই ইটনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে গুদাম ও মালামাল পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা যাবে।

তিনি আরো জানান, সকাল পৌনে ৮টার দিকে মাওনা বাজার এলাকায় বাচ্চু মিয়ার চায়ের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। আগুনে দোকানের মালামাল পুড়েছে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস