সরকারের নয়, বন্ধুদের টাকায় দাভোসে ইমরান!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৬ ১৩:০১:০৩


ব্যায় সংকোচন অভিযান চলছে পাকিস্তানে। তাই সরকারের খরচ কাটছাঁট করতে সব রকম চেষ্টা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের সরকারি সফর তো বটেই, মন্ত্রীদের সফরেও রাশ টানছেন বলে জানিয়েছেন তিনি। এসময় ইমরান খান জানিয়েছেন, দাভোসে সম্প্রতি শেষ হওয়া ‘ওর্য়াল্ড ইকনমিক ফোরাম’ এ তিনি সরকারি অর্থে নয়, বরং দুই ব্যবসায়ী বন্ধুর টাকায় গিয়েছেন।

একথা জানিয়ে ইমরান খান দাবি করেন, এর আগে এত কম অর্থে সফরে জাননি পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী। সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও শাহিদ খোকন আব্বাসির সফরের তুলনায় ১০ গুণ কম খরচে সফর সেরেছেন তিনি। দুই বন্ধু ইকরাম সেহগল ও ইমরান চৌধুরী ওই টাকা দিয়েছেন তাকে। খবর ডনের।

এ বিষয়ে সাবেক সেনা অফিসার বন্ধু সেহগলকে ধন্যবাদ জানিয়ে ইমরান বলেন, ‘ওর জন্যই আমার এই সফর। দু’রাতের জন্য সাড়ে চার লক্ষ ডলারের বোঝা চাপাতাম না সরকারের উপর।’ ইমরান জানান, তিনি তার মন্ত্রীদেরও যখন-তখন সফরে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
সানবিডি/ঢাকা/এসএস