দুর্ভোগের আরেক নাম ডিএসই!

প্রকাশ: ২০১৫-১১-২৬ ১১:১৮:০৭


dseঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ফের সমস্যা হয়েছে। যান্ত্রিক ত্রুটির আজ বৃহস্পতিবার অনেকগুলো প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিতে পারেনি। তাদেরকে বাদ দিয়েই অন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়ে লেনদেন শুরু করে ডিএসই। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৫০টি ব্রোকারহাউজ পূর্ণ লেনদেনে অংশ নিতে পারেনি। এসব ব্রোকারহাউজে শেয়ার কেনা গেলেও বিক্রি করা যাচ্ছে না। ডিএসই কর্তৃপক্ষকে এ সমস্যার কথা জানিয়েছে একাধিক ব্রোকারহাউজ। কিন্তু তাদের সমস্যা অনিষ্পন্ন রেখেই লেনদেন চালু করে দেয় তারা।

এ বিষয়ে জানতে ডিএসইর প্রধান ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, এমনকি প্রতিষ্ঠানটি জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমানকে ফোন দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। স্বপন কুমার বালা ফোন ধরেননি। আর শফিকুর রহমান একটু পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন।