৪১ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা ও উপহার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৬ ১৪:২৮:৪৯
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন মাদরাসার মেধাবী ৪১ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা ও পোশাক উপহার দেয়া হয়েছে। জামুর্কী ইউনিয়ন ইমাম-ওলামা ঐক্য পরিষদ ও মরহুম আলী আকবর খান স্মৃতি বৃত্তি প্রকল্পের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা জমিদার বাড়ির ঈদগাহ মাঠে দোয়া মাহফিলের মাধ্যমে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধোলেরচর মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল আজিজ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আহসান খান চৌধুরী মনির, জামুর্কী ইউনিয়নের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, মির্জাপুর উপজেলা ইসলামী যুবকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. ফরিদ হোসাইন। পরে জামুর্কী ইউনিয়নের বিভিন্ন মাদরাসার ৪১ জন নতুন কোরআনে হাফেজকে পোশাক দেয়া হয়।
সানবিডি/এনজে