নেইমারের জোড়া গোলে লিলকে হারালো  পিএসজি

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৭ ০৯:৪৮:২৯


ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের  জোড়া গোলে লিলের বিপক্ষে সহজ জয় পেল পিএসজি। গতকাল রবিবার লিগ ওয়ানের ম্যাচে  প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে টমাস টুখেলের দল। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৭ ম্যাচ অপরাজিত রইল লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের ২৮তম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন নেইমার। আনহেল দি মারিয়ার বাড়ানো ক্রস বুক দিয়ে নামিয়ে পাস বাড়ান মার্কো ভেরাত্তিকে। ফিরতি পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো উঁচু শটে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি।

এরপর আর কোনো গোল না হলেও লিড ধরে রেখে বিরতিতে যায় পিএসজি।

তবে দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটেই স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় পিএসজি। এ নিয়ে এই আসরে তার গোলসংখ্যা দাড়াল ১৩টি।

এ জয়ের পর ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। আর ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই। অপরদিকে সপ্তম স্থানে থাকা লিলের পয়েন্ট ৩১।

সানবিডি/এনজে