বিষ প্রয়োগ করে ৫ লক্ষাধীক টাকার মাছ নিধন
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০১-২৭ ১৯:৫৮:২০
পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ শাহালোম সরদার-(৫০) নামের এক অসহায় কৃষকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে। এতে করে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষতি সাধান হয়েছে বলে ভূক্তভোগী পরিবার জানায়। এ বিষয় থানায় মোঃ আজিজুল বেপারী নামের এক জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী কৃষক। আজ সোমবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।
ভূক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার উত্তর শিকারমঙ্গল গ্রামের আবু কাসেম সরদারের ছেলে শাহালোম সরদার শিকারমঙ্গল বিলের প্রায় ২হাজার একর জমি কৃষকদের কাছ থেকে লিজনিয়ে ৫০ লাখ টাকা ব্যায়ে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করত। কিন্তু রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে করে তার ঘেরের প্রায় ৫লক্ষাধীক টাকার মাছ মরে যায়। এ ঘটনায় ভূক্তভোগী শাহালোম সরদার বাদী হয়ে একই এলাকার আজিজুল বেপারীর নাম দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পরে আজিজুল পলাতক রয়েছেন বলে জানাজায়। এদিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিকারমঙ্গল বাজারের কিটনাশক বিক্রেতা মোঃ বাদল খান বলেন, আমার দোকান থেকে মোঃ আজিজুল নামের একলোক বিষ ক্রয় করেছেন।
অভিযুক্ত আজিজুল বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে এলাকায় পাওয়া যায়নি।
ভূক্তভোগী শাহালোম সরদার কান্না জরিত কণ্ঠে বলেন, আমার ঘের নিয়ে আমার এলাকার আজিজুল বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। একারনে সে আমার ঘেরে বিষ দিয়েছে। তাই আমি আজিজুলের নামে থানায় অভিযোগ দিয়েছি। আমার ঘেরের প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি মাছের চাষ করে তা দিয়ে সংসার চালাতাম। কিন্তু আমি এখন কি খেয়ে বাঁচবো। আজিজুল এর আগে বর্ষাকালে কয়েক বার আমার ঘেরের বাঁধ কেটে দিয়েছে। সে সময় ও আমার অনেক মাছ ঘের থেকে বেড়িয়ে যায়। আমি তার বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন বলেন, মাছ নিধনের ঘটনায় আজিজুলের নামে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
সানবিডি/ঢাকা/জিইউ/এসএস