বিদেশি বিনিয়োগকারীদের সেবায় বিমানবন্দরে বিডার লাউঞ্জ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৮ ১২:৪২:৪৮
অধিক হারে বিনিয়োগ আকর্ষণ ও বিদেশি বিনিয়োগকারীদের দ্রুত বিনিয়োগসেবা দিতে বিমানবন্দরে ‘চামেলী বিডা লাউঞ্জ’ স্থাপন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সোমবার (২৭ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনিয়োগকারীদের জন্য এ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
এ সময়ে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এমসিসিআইএ-এর প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর, এফআইসিসি-এর ম্যানেজিং ডিরেক্টর টি আই এম নুরুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
দুইকোটি টাকা ব্যয়ে এই লাউঞ্জ নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বিডা।
সানবিডি/ঢাকা/এসএস