মৌলভীবাজারে জুতার দোকানে আগুন, একই পরিবারের ৫ জন নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৮ ১৩:০৩:৫৫


মৌলভীবাজারে পৌর শহরে জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সেন্ট্রাল রোডে পিংকি স্টোর নামে ওই দোকানে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানান, সুভাষ রায় নামে এক ব্যক্তি দোকানটি পরিচালনা করতেন; তার বাসাও ছিল দোকান লাগোয়া। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। আগুনে দোকান ও বাসা দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে নিহতদের মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের ম্যানেজার জানান, আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সদর থানার ওসি আলমগীর হোসেন জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সানবিডি/ঢাকা/এসএস