গৌরীপুরে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলেসহ ৪ জনের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-২৯ ১৬:০৩:৫৫


ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে গৌরীপুরের শ্রিরামপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় গ্রামের রফিকুল ইসলাম (৫৫), উজান কাশিয়ার গ্রামের সাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০) এবং তার মা রাবেয়া খাতুন (৭৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, চারজন বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য অটোরিকশায় করে গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিলেন। সকাল সোয়া ১০টায় তাদের বহনকারী অটোরিকশাটি গৌরীপুরের শ্রিরামপুর এলাকায় পৌঁছলে ময়মনসিংহগামী যাত্রীবাহি একটি বাস, একটি হ্যান্ড ট্রলি এবং অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় বাসটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়া খাতুন নিহত হন।

গুরুতর আহত অবস্থায় আরও পাঁচ যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠান ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা । তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আরও তিন যাত্রীর মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ৪ জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করে থানায় রাখা হয়েছে।