করোনা আক্রান্ত সন্দেহে বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-৩০ ১২:৩০:২৩
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীন থেকে আসা এক বাংলাদেশি নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে চীন থেকে আসা এই যাত্রীর অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) ধরা পড়ে বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে। এরপর তাকে পর্যবেক্ষণের জন্য সরকারি অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ সেন্টারের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ায় সাজ্জাদ বলেন, ‘করোনার প্রাথমিক কিছু লক্ষণ থাকায় চীন থেকে আসা এক বাংলাদেশিকে আমরা কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে আরও পরীক্ষার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’