পুঁজিবাজারে আসতে চায় জেনিস সুজ এর অঙ্গ প্রতিষ্ঠান ফাইব-আর-ফুটওয়ার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০১-৩০ ২০:৩৬:১২
পুঁজিবাজারে আসার জন্য বিএমএসএল ইনভেস্টমেন্টর সাথে চুক্তি করেছে ফাইব-আর-ফুটওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আনতে কোম্পানির প্রধান কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহষ্পতিবার (৩০ জানুয়ারী) কোম্পানির প্রধান কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে চুক্তিতে সই করেন জেনিস গ্রুপ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাছির খান ও বিএমএসএল ইনভেস্টমেন্টর ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমএসএল ইনভেস্টমেন্টের ভাইস-চেয়ারম্যান আব্দুল আওয়াল, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের (ইউএফটিসিএল) পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান জাবেদ চৌধুরী, বিএমএসএল ইনভেস্টমেন্টের এফএভিপি অহিদুর রহমান।
জানা গেছে, পুঁজিবাজার থেকে নির্ধারিত মূল্যে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে চায় ফাইব-আর-ফুটওয়ার লিমিটেড।
সানবিডি/ঢাকা/এসআই