ধর্মঘটে ইকুয়েডরের ফুটবল
আপডেট: ২০১৫-১১-২৭ ১৮:৩৭:১১
শেষ চার-পাঁচ মাস মুখ বুজেই সহ্য করেছেন ফুটবলাররা। কিন্তু এবার ধৈর্য্যের বাঁধ ভেঙে গেল তাঁদের। প্রায় ডজনের উপর ক্লাব বেতন পাচ্ছে না গত চার-পাঁচ মাস যাবৎ। শেষ পর্যন্ত বকেয়া বেতনের দাবিতে ধর্মঘটের পথেই হাঁটল ইকুয়েডরের ফুটবলারস অ্যাসোসিয়েশন (এএফই)।
জানা গেছে, অ্যাসোসিয়েশনের প্রায় প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে ১৮টি ক্লাবের বেতন বন্ধ রয়েছে। দিনের পর দিন ফুটবলারদের মিথ্যা প্রতিশ্রুতিই দিয়ে যাওয়া হচ্ছে যে তাঁদের বকেয়া বেতন দেওয়া হবে।
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সাবেক ফুটবলার ইভান হুরতাদো বলেছেন, বিষয়টি নিয়ে আর কথা বলার পর্যায় নেই। যতক্ষণ পর্যন্ত না ইকুয়েডরের ফেডারেশন আমাদের দাবি মেটাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। আমরা ফুটবলের সঙ্গে যুক্ত কোনও কাজে আর থাকব না। অনেক হয়েছে। আর না।’
সানবিডি/ঢাকা/রাআ