সহজ ট্রাক-রানার অটোমোবাইলসের মধ্যে চুক্তি
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২০-০২-০৫ ১৩:১২:৪০ || আপডেট: ২০২০-০২-০৫ ১৩:১৩:০৬

সম্প্রতি, সহজ ট্রাক এবং রানার অটোমোবাইলস লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, সহজ ট্রাক রানার অটোমোবাইলস লিমিটেডের লজিস্টিক সাপোর্ট পার্টনার হিসাবে কাজ করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন রানার অটোমোবাইলস লিমিটেডের জিএম, অপারেশন (টেকনিক্যাল), হেমন্ত কুমার, সহজ এর বাস ও ট্রাক বিভাগের পরিচালক শাকিল জোয়াদ রহিম, এবং তোফায়েল আহমেদ মজুমদার, এজিএম, ট্রাক বিভাগ, ও মাহফুজ উল আমিন শেখ, অধিগ্রহণের প্রধান, আনিজা বেগ, ম্যানেজার, কর্পোরেট বিক্রয়, ট্রাক বিভাগ।
রানারের পক্ষে ক্যাপ্টেন এল কে তৌহিদুর রহমান, (অবসরপ্রাপ্ত) উপ-মহাব্যবস্থাপক, প্রশাসন, রানার অটোমোবাইলস লিমিটেড; এবং মো. শাহ আলম, ডেপুটি ম্যানেজার, প্রশাসন, রানার অটোমোবাইলস লিমিটেড।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
সাউথইস্ট ব্যাংক-হাব সমঝোতা স্মারক স্বাক্ষরিত
-
কৃষি প্রণোদনা বিতরণে রূপালী ব্যাংকের শতভাগ সফলতা
-
সাউথ বাংলা ব্যাংকের ‘ব্যাংকিং নৈতিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
-
কৃষি খাতে সর্বোচ্চ প্রণোদনা বিতরণের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক
-
ঈদে মার্সেল পণ্য ক্রয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক
-
ব্লচিজ আউটফিটারে বিশেষ ডিসকাউন্ট পাবেন ইউসিবির গ্রাহকরা