বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২০-০২-০৫ ১৫:১৭:১৬ || আপডেট: ২০২০-০২-০৫ ১৫:১৭:১৬

টাঙ্গাইলে বাসচাপায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ বুধবার সকালে টাঙ্গাইল শহরের কলেজ গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম আরমান রায়হান (২৩)। তিনি টাঙ্গাইল পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন৷
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, ‘আরমান রায়হান মোটারসাইকেল নিয়ে ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের কলেজ গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে করটিয়া সরকারি সাদত কলেজের একটি বাস তাকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় আরমান রায়হানকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
ডিসেম্বরে পদ্মা সেতুর রেল সংযোগের উদ্বোধন
-
উত্ত্যক্তের প্রতিকার চেয়ে পুলিশ কর্মকর্তার হাতে ধর্ষণের শিকার কলেজছাত্রী
-
১৭ মে থেকে বেনাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ
-
কসাইয়ের ফ্রিজ থেকে ৮০ কেজি মরা গরুর মাংস জব্দ
-
কুড়িগ্রামে বিলে ডুবে আছে ধান, শঙ্কায় কৃষক
-
মাইজদীতে ইউপি চেয়ারম্যানসহ জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক