টার্গেটে না পৌঁছানো পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২০-০২-০৫ ১৬:১৯:১৪ || আপডেট: ২০২০-০২-০৫ ১৬:১৯:১৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদকের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযান চলবে। যতক্ষণ টার্গেটে যেতে না পারি ততক্ষণ অভিযান চলবে। সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কারও বিরুদ্ধে অভিযানে যাব না। সুনিশ্চিত হয়েই অভিযুক্তদের ধরব।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব–৭–এর কার্যালয়ে আদালতের নির্দেশে জব্দের কোকেন ধ্বংসের পরই সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান বলেন, কোকেনের দেশ ও আন্তর্জাতিক চক্রকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিচারের আওতায় আনা হয়েছে। যারা পলাতক, তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে।
২০১৫ সালের ৬ জুন চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের নামে আনা একটি চালানে ১০৭টি ড্রাম জব্দ করা হয়। পরে দুটি ড্রামে ৩৭০ লিটার কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় মাদক ও চারাচালান আইনে দুটি মামলা করা হয়। আদালতের নির্দেশে জব্দ করা কোকেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
সম্রাটের জামিন বাতিল করলেন হাইকোর্ট,আত্নসমর্পণের নির্দেশ
-
৩০ মে বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক
-
দেশের মর্যাদা বৃদ্ধিতে ফরেন সার্ভিস কর্মকর্তাদের প্রতি আহ্বান
-
ক্ষমা চেয়ে পদ্মাসেতু দিয়ে যেতে পারেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী
-
দেশের মানুষের মুখে হাসি ফোটাতে দেশে ফিরেছিলাম : প্রধানমন্ত্রী
-
ডিএনসিসির এডিস মশা নির্মূল অভিযান: ৭ লাখ জরিমানা