সীমান্তে দেড় মাসে ১১ বাংলাদেশিকে হত্যা
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২০-০২-০৫ ১৬:৫৩:১৭ || আপডেট: ২০২০-০২-০৫ ১৬:৫৩:৩২

সীমান্তে গত দেড়মাসে ১১ বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আশিকুর রহমান । সীমান্ত হত্যা নিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বিজিবি পরিচালক। সময় টিভি
তিনি বলেন, গতবছরের ২৫ ডিসেম্বর থেকে সীমান্তে নিহতের সংখ্যা ১১ জন। এ ধরনের মৃত্যু যাতে না হয় সেজন্য বিজিবির পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিজিবির অর্জন তুলে ধরে তিনি বলেন, একমাসে ৯৭ কোটি ১৮ লাখ ৩ হাজার টাকা মূল্যের চোরাচালানের পণ্য ও মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।
গত মাসে ২টি পিস্তল, ৪টি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা। এ সময় মাদক পাচার ও অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭২ চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে ৩৮ জন বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিককে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, রোববার (০২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র দফতরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান চাই সীমান্ত হত্যা বিষয়ে, যাতে সীমান্তবর্তী এলাকায় কাউকে জীবন দিতে না হয়।
সানবিডি/এনজে