পুঁজবিাজার উন্নয়নে সব ধরনরে সাহায়তা করবে সরকার: র্অথমন্ত্রী
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২০-০২-০৬ ১৯:২১:৪১ || আপডেট: ২০২০-০২-০৬ ১৯:২১:৪১

পুঁজিবাজারের উন্নয়নের জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন, সরকার ধারাবাহিকভাবে তা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, সরকার মনে করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি গতিশীল ও শক্তিশালী পুঁজিবাজারের উপস্থিতি অপরিহার্য।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে গণফোরামের মোকাব্বির খানের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে শেয়ার বাজারে কিছু তারল্য সঙ্কট থাকলেও ব্যাংকিং খাতে কোন তারল্য সঙ্কট নেই। বর্তমান বিরাজমান তারল্য সঙ্কট কাটিয়ে পুঁজিবাজারের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। এ বিষয়ে প্রধানমন্ত্রী পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে গত জানুয়ারি তার কার্যালয়ে একটি সভা করেন।
অর্থমন্ত্রী জানান, ওই সভায় পুঁজিবাজারকে বিকশিত করা এবং বাজারে আস্থা বৃদ্ধির লক্ষ্যে কতিপয় স্বল্প-মেয়াদী কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। স্বল্প মেয়াদি বেশ কিছু বিষয় অচিরেই কীভাবে বাস্তবায়ন করা যাবে, তার উপর মতামত প্রকাশ করা হয়।
এর মধ্যে রয়েছে- মার্চেন্ট ব্যাংকার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধার বিষয়টি পর্যালোচনা করা; ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধিকরণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়াও পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদী সমস্যাসমূহ শনাক্ত করে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যোগ করেন আ হ ম মুস্তফা কামাল।
সানবিডি/ঢাকা/এসআই
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডিকে অপসারণ
-
আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন কামরুল হাসান ও নজরুল ইসলাম
-
সম্পদ ব্যবস্থাপনার লাইসেন্স পেল সমবায় সমিতি
-
সিএসই-৩০ ইনডেক্সের সমন্বয়
-
অব্যবহৃত প্রভিডেন্ট ফান্ড পুঁজিবাজারে ব্যবহার করা সম্ভব
-
বাজেটে পুঁজিবাজারকে কম গুরুত্ব দেওয়া হয়েছে : ডিএসই চেয়ারম্যান