চট্টগ্রামে শুরু ৪ দিনের আবাসন মেলা
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২০-০২-০৮ ১০:৩১:৫৫ || আপডেট: ২০২০-০২-০৮ ১০:৩১:৫৫

চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে শুরু হয়েছে চার দিনব্যাপী আবাসন মেলা। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েসন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ‘রিহ্যাব ফেয়ার ২০২০’ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এসময় চসিক মেয়র তার বক্তব্যে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার জন্য রিহ্যাবের প্রতি আহ্বান জানান। আবাসনকে একটি বড় খাত হিসেবে উল্লেখ করে তিনি এ ব্যবসায় সততা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অনেকেই আছেন যারা রিহ্যাবের সদস্য না হয়েও আবাসন ব্যবসা করছেন। এ ব্যবসার পরিচালনার জন্য রিহ্যাবের সদস্য হতে হবে এমন নির্দেশনা থাকলেও বাস্তবে তার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। সিটি কর্পোরেশন এখন থেকে ট্রেড লাইসেন্স দেয়ার ক্ষেত্রে এ বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল আমিন কাজলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
কৃষি প্রণোদনা বিতরণে রূপালী ব্যাংকের শতভাগ সফলতা
-
সাউথ বাংলা ব্যাংকের ‘ব্যাংকিং নৈতিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
-
কৃষি খাতে সর্বোচ্চ প্রণোদনা বিতরণের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক
-
ঈদে মার্সেল পণ্য ক্রয়ে ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক
-
ব্লচিজ আউটফিটারে বিশেষ ডিসকাউন্ট পাবেন ইউসিবির গ্রাহকরা
-
ইসলামী ব্যাংকের সঙ্গে জেপি মরগান চেজ ব্যাংকের দ্বিপাক্ষিক সভা