প্রাইম ব্যাংকের সঙ্গে ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের ইএমআই চুক্তি
সান বিডি ডেস্ক || প্রকাশ: ২০২০-০২-০৮ ১৫:৫১:৪৩ || আপডেট: ২০২০-০২-০৮ ১৫:৫১:৪৩

প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেড। শনিবার ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন থেকে এলপিজি কনভার্সন-এ করতে সুদবিহীন ঋণের কিস্তি (ইএমআই) সুবিধা পাবেন।
প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ এবং ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাসুদুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও হস্তান্তর করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি (বিজনেস) মাসুদুল হক ভূঁঞা এবং ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন লিমিটেডের ম্যানেজার মো. সরোয়ার আলম খন্দকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
সেন্ট্রালাইজড ক্লিয়ারিংয়ের মধ্য দিয়ে পদ্মা ব্যাংকের কেন্দ্রীয়করণ শুরু
-
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে বাংলাদেশ ফাইন্যান্সের অনুদান
-
বাংলাদেশ ব্যাংক এর সাথে ইউসিবির চুক্তি
-
দেশের সর্বপ্রথম ২৪/৫ ট্রেড শপ চালু প্রাইম ব্যাংকের
-
রাজশাহীতে এলকো ওয়্যারস এন্ড ক্যাবলসের বিক্রয় কেন্দ্র উদ্বোধন
-
খাজা ইকুইটি সার্ভিসেস’র প্রশিক্ষণ কর্মশালা