নতুন ট্যাব আনল আসুস
আপডেট: ২০১৫-১১-২৯ ১০:৪৩:২৯
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড আনল বিশ্বখ্যাত আসুসের ফোনপ্যাড সিরিজের এফই৩৭৫সিএক্সজি মডেলের নতুন ট্যাবলেট পিসি। এটি এন্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম এবং ১.৩৩ গিগাহার্জ গতির ইন্টেল কোয়াড কোর প্রসেসরে চালিত ট্যাবলেট পিসি।
এতে আরও রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা, যার মাধ্যমে ফোন কলসহ থ্রিজি ডেটা বা ইন্টারনেট ব্যবহার করা যায়, রয়েছে মাইক্রো এসডি স্লট যাতে ৬৪জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যায়। এতে ১১ ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
ক্রেতাদের রুচি অনুযায়ী নির্বাচন করার জন্য কালো, লাল,সাদা বা সোনালী এই ৪টি রঙে ট্যাবটি বাজারে বিদ্যমান। মূল্য রাখা হয়েছে ১৮ হাজার ৫ শত টাকা।