‘বিজিএমইএ কাপ ২০২০’এর চ্যাম্পিয়ন বান্দো ডিজাইন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৩-০১ ১২:৫৪:১৬
রাজধানীর আর্মি স্টেডিয়ামে গত শুক্রবার অনুষ্ঠিত ‘বিজিএমইএ কাপ-২০২০’-এর ফাইনালে লায়লা গ্রুপের লায়লা স্টাইল লিমিটেডকে ৪-০ গোলে পরাজিত করে তৃতীয়বারের মতো জয় পেল বান্দো ডিজাইন লিমিটেড। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিজিএমইএর সাবেক সভাপতি ও ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, আনোয়ার-উল-আলম (পারভেজ) ও এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহসভাপতি ফয়সাল সামাদ, সহসভাপতি (অর্থ) এমএ রহিম (ফিরোজ), সহসভাপতি আরশাদ জামাল (দিপু), বিজিএমইএর পরিচালক, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক, বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটি অন স্পোর্টসের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।